মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি):
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে যুক্তরাজ্যের স্কটল্যান্ডপ্রবাসী বিশিষ্ট শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পরিবারবর্গের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মৃত আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন; যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক তৈমুছ মিয়া তালুকদার, আঙ্গুর মিয়া তালুকদার, মোঃ ইজাজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, সমাজসেবক সুয়েব আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন কামারখাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।
আয়োজক আব্দুল মতলিব চৌধুরী বলেন,“মানব কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। প্রতি বছরই রমজানে এ আয়োজন করা হয়। সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকলে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা আয়োজকদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সিলেট প্রতিদিন/এসডি.