সত্যজিৎ দাস:
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত অনুষ্ঠান ঘোষক-ঘোষিকাদের সংগঠন "র্যাংক সিলেট"-এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে সিলেটের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। তিনি বলেন,"ঘোষক-ঘোষিকারা বেতারের প্রাণশক্তি। সকাল থেকে রাত পর্যন্ত তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমেই বেতার তার শ্রোতাদের কাছে পৌঁছে যায়।"
নতুন নেতৃত্বে র্যাংক সিলেটের নবগঠিত কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
১) সভাপতি: সৈয়দা হাসনা আক্তার
২) সহ-সভাপতি: কুমকুম হাজেরা মারুফা
৩) সাধারণ সম্পাদক: ধ্রুব জ্যোতি দাস।
৪) সাংগঠনিক সম্পাদক: রেজাউল করিম রাব্বী।
৫) অর্থ সম্পাদক: শামীমা আক্তার।
৬) প্রচার সম্পাদক: রোহেনা সুলতানা।
৭) সাংস্কৃতিক সম্পাদক: মিলি ঘোষ।
৮) দপ্তর সম্পাদক: মাসুদা সিদ্দিকা।
৯) আপ্যায়ন সম্পাদক: শিল্পী চক্রবর্তী।
১০) নির্বাহী সদস্যবৃন্দ: শীমূল আকতার, নন্দিতা দত্ত, সাবিহা সুলতানা, শাহনাজ বেগম, মো. শফিকুল ইসলাম, মো. মাছুম আহমাদ, জয়শ্রী দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন;'বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মো. নুর এলাহি মিনা, প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, উপ আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ, সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন এবং বার্তা বিভাগের উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার'।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;'সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক গ. ক. ম. আলমগীর, প্রবীণ গণসংগীত শিল্পী সুবল চন্দ্র দেব, প্রবীণ নাট্যশিল্পী রাবেয়া খাতুন দুলু, "শ্যামল সিলেট" অনুষ্ঠানের পরিচালক এডভোকেট মো. আব্দুল মালিক ও কথক সুলতানা সাত্তার'।
অনুষ্ঠানের প্রথম পর্ব পরিচালনা করেন সদ্য বিদায়ী আহ্বায়ক কুমকুম হাজেরা মারুফা,আর দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সৈয়দা হাসনা আক্তার।
সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দাস স্বাগত বক্তব্য দেন। তালুকদার হাবিবুর রহমান রাব্বী কোরআন তেলাওয়াত করেন,আর উপ-আঞ্চলিক পরিচালক মো. আব্দুল হক দোয়া পাঠ করেন।
এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ঘোষক-ঘোষিকাদের পেশাগত উৎকর্ষ ও সম্প্রচারমান উন্নয়নে র্যাংক সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সিলেট প্রতিদিন/এসডি.