Presidential Election : “ট্রাম্পের” সাথে আলোচনায় বসবেন ‘জো বাইডেন’ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্পের প্রচারণা টিমের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানান, নির্বাচনকে ঘিরে তাদের প্রচারণায় একে অন্যবুধবারকে অনেক বিদ্বেষ দেখালেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে ট্রাম্পকে জয়ী হতে দেখে অভিনন্দন জানাতে ভোলেননি। ট্রাম্পও এই অভিবাদন পেয়ে খুশি। স্টিভেন চেউং আরো বলেন,’প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পকে। ট্রাম্প নিজেও ওই সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন, বাইডেনের ফোন করে অভিনন্দন জানানোই খুবই খুশি হয়ে প্রশংসা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।’ এবারের নির্বাচনের প্রথম দিকে ডেমোক্রেটিক পার্টি র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ছিলেন বাইডেন। কিন্তু, পরে তিনি দলীয় চাপের মুখে সরে দাঁড়াতে বাধ্য হন। তাঁর জায়গায় প্রার্থী হিসেবে দাঁড়ান কমলা হ্যারিস। মঙ্গলবারের নির্বাচনের পর থেকে এখনও অব্দি ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেয়েছেন মোট ২২৪টি ভোট। এখনও তিন অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা হয়নি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। গত মঙ্গলবার আমেরিকানরা মূলত এই ইলেকটরদেরই নির্বাচিত করেছেন। আগামী মাসে এই ইলেকটররাই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করবেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: