ভেজালের সমারোহ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৫ মহসিন আলম মুহিন: সত্যে ভেজাল মিথ্যা লেগে, শান্ত ভেজাল রেগে রেগে। খাদ্যে ভেজাল বিষ মেখে, আসল ভেজাল নকল রেখে। দুধে ভেজাল পানি ফেলে, দইয়ে ভেজাল ননী তুলে। নেতা ভেজাল টাকা খেয়ে, মানুষ ভেজাল লোভী হয়ে।। মেয়ে ভেজাল লজ্জা হীনা, ছেলে ভেজাল কর্ম বিনা। চালে ভেজাল পাথর মেরে, অফিস ভেজাল ঘুষে ভরে। কর্তা ভেজাল টাকা ছাড়া, গিন্নি ভেজাল প্যাঁচাল পাড়া। সমাজ ভেজাল অসৎ লোকে, বাড়ি ভেজাল শকুন চোখে। শিক্ষা’ ভেজাল নকল করে, নীতি ভেজাল দূর্নীতি ধরে। ভাগ্যে ভেজাল কপাল পুড়ে, দলিল ভেজাল জাল করে। বলবো কতো ভেজালের কথা, নিপাত যাক ভেজালের খাতা। শান্তি আসুক আনন্দে ভাসুক, দূর হোক ভেজালের’ অসুখ। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp কবিতা বিষয়: ExclusiveOpen PenPoemSylhet Pratidin