অপর্ণা নন্দী:
কুয়াশা মন ধোয়াশা যখন,
তুমিও তো আবছা ছায়ায়।
মধ্য দুপুরে বিরাজ ব্যাথায়,
থাকে কান্নার পাহারায়।
বেভুল প্রেমের অস্তায়মান স্বপ্ন,
আর দহিত রোদ্দুরের প্রীতি;
আজো সহসা ঝড়ে তামাশা,
অনাথ প্রাণে নিভৃতি।
দায়িত্ব ভাসে হাঁটুজল ঘোলায়,
ভালোবাসার নৈরাশ রাজ্য।
কেমনের সাথে কথা বেহাগ,
সতত সেথায় ত্যাজ্য।
আলগা লতায় জড়িয়ে যে প্রেম,
বক্ষ ধরিলো খামচে।
শত বছরের পুঞ্জিত সাধনা
মমতা হেরে হয় নীলচে।
আশারা কেবল নিষ্ঠুরতা শোনাই,
চমকিত ব্যঙ্গ কাঁপে।
রাত ভোর দিনের অতুল মূল্য,
গরিমায় গরজে ডাকে।
ঘূর্ণি দশা এখন হৃদয়,
তোমার ব্যাকুলে সাড়া।
থামবে যখন বৃক্ষ নাচন,
দখিনে ভাঙিবে চালা;
আলগা লতা.............।।
সিলেট প্রতিদিন/এসডি.