শিপিং এজেন্টস নির্বাচনে দুই গ্রুপের প্যানেল ঘোষণা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে শিপিং এজেন্টদের দু’টি গ্রুপ তাদের প্যানেল ঘোষণা করেছে। এর মধ্যে একটি হল সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী (শিমুল) এবং ওসমান গনি চৌধুরী নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদ’। অপরটি হল শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন ‘শাহেদ সরওয়ার প্যানেল।’ গতকাল বৃহস্পতিবার গ্রুপ দুটি তাদের স্ব স্ব প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম ঘোষণা করেন। শিপিং এজেন্ট এসোসিয়েশনের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং শিপিং সংশ্লিষ্ট যে কোন সমস্যা বা প্রতিকূলতা দ্রুত সমাধানের প্রত্যয়ে ‘সম্মিলিত পরিষদ’ তাদের প্যানেল ঘোষণা করেন। প্যানেলে অর্ডিনারি ক্যাটাগরিতে ১৬ পরিচালক পদ এবং এসোসিয়েটে ৮ পরিচালক পদ রয়েছে। ‘সম্মিলিত পরিষদ’ এর প্যানেলে যাঁরা রয়েছেন তারা হলেন- অর্ডিনারি ক্যাটাগরিতে – সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লিঃ), সৈয়দ ইকবাল আলী (শিমুল) (এমজিএইচ গ্রুপ), ওসমান গনি চৌধুরী (ইউ.এস. লাইনস ওভারসিস লি.), মো. আজফর আলী (সারাফ গ্রুপ অব কোম্পানি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এস এম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়্যাত (জিবিএক্স লজিস্টিকস লি.), এ টি এম শহিদুল্লাহ (শহিদ) (এসকেপ বাংলাদেশ লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভরেট বাংলাদেশ প্রা. লি.), শহিদুল মোস্তফা চৌধুরী (স্পেক্টরাম ইন্টারন্যাশনাল), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.), এস এম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)। এসোসিয়েট ক্যাটাগরিতে – ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম-সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী (মিনার) (গ্লাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.), নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.), নাজমুল হক (এ এন্ড জে ট্রেডার্স)। অপরদিকে ‘শাহেদ সরওয়ার প্যানেল’ এ যাঁরা রয়েছেন তারা হল – অর্ডিনারি ক্যাটেগরি – মোহাম্মদ শাহেদ সরওয়ার (ক্রাউন নেভিগেশন), আজিম রহিম চৌধুরী জিয়া (কেএমসি শিপিং লাইন), আনিস উদ দৌলা (কর্ণফুলী লিমিটেড), এ এস এম সালাহউদ্দিন (কসকো শিপিং), কামরু উজ জামান লিটন (সুলতান শিপিং), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ), মোহাম্মদ সালাহউদ্দিন (মমতাজ শিপিং), এনামুল হক (মাল্টিপোর্ট লিমিটেড), দেবপ্রসাদ ভট্টাচার্য (বাংলাদেশ শিপিং লাইন্স), মো. আজমির হোসেন চৌধুরী (এমএসসি মেডিটেরিয়ান শিপিং), এ কে এম আতিকুর রহমান (এপেক্স শিপিং), এম আলী আশরাফ আহমদ খান (বারিধি শিপিং), কপিল উদ্দিন আহমেদ (জেএস শিপিং), সরতাজ মো. ইমরান (সিমনি শিপিং), মো. দিদারুল আলম চৌধুরী (গ্লোব শিপিং) এবং মোহাম্মদ শাহীন (এভারবেস্ট শিপিং)। এসোসিয়েট ক্যাটাগরি – ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী (নাফ মেরিন সার্ভিস), মোস্তাফিজুর রহমান (মদিনা লজিস্টিক্স এন্ড শিপিং), মো. জহিরউদ্দিন জুয়েল (সি গ্লোরি শিপিং), ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল (ডেল্টা লয়েড লি.), মোহাম্মদ মোরশেদ হারুন (এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি), কাজি মনসুর উদ্দিন (কেএসএম শিপিং এজেন্সিজ), ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের (রিলায়েন্স শিপিং) এবং মোহাম্মদ সাইফুল কাদের (কলাম্বিয়া এন্টারপ্রাইজ লি.)। সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিশেষ প্রতিবেদন বিষয়: