Citizenship: মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের ঘোষণা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪ আন্তর্জাতিকঃ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। দেশটির একটি নতুন আইন প্রস্তাবিত হয়েছে, যা এই প্রচলিত আইনটিকে বাতিল করতে পারে। এই খবরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা গভীরভাবে চিন্তিত। বৃহস্পতিবার (৮ নভেম্বর), টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিদ্যমান বিধান বাতিল করার ঘোষণা দিয়েছেন। তিনি এবং আগামী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে ডি ভ্যান্সের প্রচারাভিযানের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সকল শিশু আর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হিসেবে গণ্য হবে না। এই নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র যাদের পিতা বা মাতার কেউ না কেউ মার্কিন নাগরিক অথবা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতিপত্র (গ্রিন কার্ড)ধারণ করেন, তাদের সন্তানরাই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। এই নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া কোনো শিশুকে মার্কিন নাগরিক হিসেবে গণ্য করার জন্য তার পিতা বা মাতার অন্তত একজনকে মার্কিন নাগরিক হতে হবে অথবা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি থাকতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য দেশের কেন্দ্রীয় সংস্থাগুলোকে অবিলম্বে নির্দেশনা দেওয়া হবে। এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: