সত্যজিৎ দাস:
বিএনপি নেতা এম নাসের রহমানের বিতর্কিত বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে হবিগঞ্জের পরিবহন অঙ্গন। “হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলতে দেওয়া হবে না” ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে,“আগামী ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলাচলে বাধা দেওয়া হলে পুরো মৌলভীবাজার জেলা অচল করে দেওয়া হবে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,গত ১ নভেম্বর শ্রীমঙ্গল-সিলেট রুটে একটি নতুন বাস সার্ভিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন,“হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইতর। ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলতে দেওয়া হবে না।”
এই মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে হবিগঞ্জের পরিবহন নেতারা বলেন,এ ধরনের বক্তব্য দুই জেলার মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন,“হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলাচলে বাধা দেওয়া হলে মৌলভীবাজারের সঙ্গে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন,“আমরা কোনো জেলার সঙ্গে শত্রুতা চাই না,কিন্তু হবিগঞ্জের মানুষকে অপমান ও জীবিকার ওপর হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. ফজলুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান মিয়া, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা জানান,বিষয়টির সমাধান না হলে,৯ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সিলেট প্রতিদিন/এসডি.