হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি):
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একদিনে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে মানসিক যন্ত্রণায় ভুগে আত্মহত্যা করেছেন কলপতি রানী (৪৫),আর দীর্ঘদিনের অসহনীয় ব্যথার কারণে একই পথে হাঁটলেন নারায়ণ চন্দ্র রায় (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নানুহার গ্রামের প্রয়াত প্রল্লাত চন্দ্র রায়ের স্ত্রী কলপতি রানী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নিজ ঘরের ছাদের বাঁশের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন।
অন্যদিকে,উপজেলার দৌলতপুর বিষ্ণুপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায় প্রায় সাত বছর ধরে হার্নিয়া রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে অসহনীয় ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ ঘরের ছাদের বাঁশের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেন।
পীরগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে,দীর্ঘদিন ধরে অসুস্থতা,শারীরিক যন্ত্রণা ও মানসিক চাপ আত্মহত্যার মূল কারণ হতে পারে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞরা বলছেন,দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যও গুরুত্ব সহকারে দেখা উচিত,যাতে তারা হতাশায় ভুগে চরম সিদ্ধান্ত না নেন।
সিলেট প্রতিদিন/এসডি.