হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি):
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুটকিহারি কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১ এপ্রিল) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান।
চুরি হওয়া কঙ্কালগুলোর মালিক মহেশখালী গ্রামের মৃত সিদ্দিকা বেগম,নাজু মিয়া,শরীফা খাতুন ও সিফাত। সকালে স্থানীয়রা দেখতে পান,কবরগুলো খোঁড়া এবং মরদেহের কোনো অস্তিত্ব নেই। পরে কবরস্থান থেকে প্রায় ২৫০ মিটার দূরে ভাতারমারি ফার্ম ব্রিজের নিচে একটি ব্যাগ থেকে একটি মাথার খুলি ও কিছু হাড় উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে স্বজনরা কবরস্থানে ছুটে যান। প্রিয়জনের কঙ্কাল চুরির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।
সিদ্দিকা বেগমের ছেলে বলেন,"মায়ের কঙ্কাল চুরি হয়েছে, এটা ভাবতেই গা শিউরে উঠছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
নাজু মিয়ার স্বজন মোখলেসুর বলেন,"কবরস্থান থেকেও যদি মরদেহ নিরাপদ না থাকে,তাহলে কোথায় যাব? আমরা আতঙ্কে আছি,প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।"**
শরীফা খাতুনের বড় ছেলে রফিকুল জানান,"আমরা এখনো প্রিয়জন হারানোর শোক কাটিয়ে উঠতে পারিনি,তার ওপর এই নির্মম ঘটনা আমাদের আরও বিপর্যস্ত করেছে।"
সিফাতের বাবা কামাল হোসেন বলেন,"আমরা হতবাক ও মর্মাহত। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও বিচার চাই।"
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, "আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।"
কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সিলেট প্রতিদিন/এসডি.