মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি):
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অবৈধ ট্রলি ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এসব যানবাহন অতিরিক্ত মাটি, বালু ও ইট বহন করে, যা শুধু রাস্তা নষ্ট করছে না,বরং শব্দদূষণ, দুর্ঘটনা ও যানজটেরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার বিভিন্ন সড়কে ট্রলি ও ট্রাক্টরগুলো অনুমোদনহীনভাবে চলাচল করছে। অধিকাংশ সময় এসব গাড়ি ধারণক্ষমতার দ্বিগুণ মালামাল বহন করে,ফলে রাস্তার ওপর মাটি, ইট পড়ে গিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ,এসব যানবাহন শহর ও গ্রামীণ সড়কে দ্রুতগতিতে চলার কারণে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনার ফলে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি প্রাণও হারিয়েছে।
জগন্নাথপুরের বিভিন্ন হাট-বাজার, স্কুল-কলেজ ও আবাসিক এলাকায় দিনরাত অবৈধ ট্রলি ও ট্রাক্টরের বিকট শব্দে মানুষ বিরক্ত হয়ে উঠেছে। এসব গাড়ির কারণে কাঁচা ও পাকা সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যা যোগাযোগ ব্যবস্থার জন্য বড় হুমকি।
এক ট্রলি চালক জানান,"আমরা গরিব মানুষ,এই ট্রলি চালিয়ে সংসার চালাই। তবে বেপরোয়া চালানোর অভিযোগ ঠিক নয়। গাড়ি বন্ধ হলে আমাদের রুজি-রোজগার বন্ধ হয়ে যাবে।"
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন,"অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন চালককে জরিমানা করা হয়েছে,প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
জনসাধারণের দাবি,দ্রুত এসব নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা হোক।
সিলেট প্রতিদিন/এসডি.