বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ নিউজ ডেস্ক: সিলেট ওসমানী বিমানবন্দর থেকে গত রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ০৯টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন মৌলভীবাজারে আগমন হয়। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিউসমনবাগ চা বাগানে আগমন করেন। পরে ঐদিন দুপুর ১২টার দিকে বড়ালেখা নিউসমনবাগ চা ফ্যাক্টরি ও অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে বিকেল ৫টার দিকে বড়লেখা উপজেলা থেকে শ্রীমঙ্গল উপজেলা টি রিসোর্ট মিউজিয়ামে আগমন করেন। এর আগে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নভোএয়ার (ভিকিউ৯৮১) বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন। পরবর্তীতে তিনি সোয়া ৯টার দিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউটের (বিটিআরআই) উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন রোববার বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউট (বিটিআরআই) এর গবেষণাসহ সার্বিক কার্যক্রম ও ন্যাশনাল টি কোম্পানির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কার্যক্রম শেষে বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করেন বলে জানা যায়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অর্থ-বানিজ্য বিষয়: SreemangalSylhet PratidinTea Board SylhetTea Institute