পাঁচদিন দিন ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪ অর্থনীতি ডেস্ক: ন্যাশনাল ব্যাংকের লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়,ওই ৫ দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ডাচ্-বাংলার ব্যাংকের লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়,ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অর্থ-বানিজ্য বিষয়: BangladeshBangladesh BankBankingSylhet PratidinTaka