শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪ শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়,গতকাল দিবাগত রাত প্রায় দেড়টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম শ্রীমঙ্গল উপজেলাে ১নং মির্জাপুর ইউনিয়নের ভবানপুর গ্রামের ছালেক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ছালেক মিয়াকে ৪১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছালেক মির্জাপুর ইউনিয়নের ভবানপুর গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: