বিনোদন ডেস্ক:
আরজি করে ডাক্তার তরুণীর খুন ও ধর্ষণের পর তারকা থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা নিজেদের মতো করে প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। তাঁদের অন্যতম সৈয়দ শামসিল। যাঁর পরিচিতি বিটকেল বাঙালি নামে। ব্যাঙ্গাত্মক ঢঙে তিনি যেভাবে তাঁর ভিডিও উপস্থাপন করেন,তা সত্যিই প্রশংসনীয়।
টানা দু'বছর ধরে লাগাতার কনটেন্ট তৈরি করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস। তিনি কিন্তু খুবই জনপ্রিয়। আইপিএল-এ ধারাভাষ্যও দিয়েছেন। যা নিয়ে ট্রোলের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। সে সবে আমল না দিয়ে কাজ করে যাচ্ছেন নিজের গতিতে। সম্প্রতি তাঁর বিয়ের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চর্চাও হয় সে নিয়ে। পরে দেখা যায় সবই বিজ্ঞাপনী প্রচার ছিল মাত্র।
২০১৬ তে বন্ধুদের সঙ্গে ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করেন শমীক অধিকারী ওরফে 'ইয়োর ননসেন' (Yournonsane)। বিভিন্ন চাপের মুখে পড়ে চ্যানেলটি বন্ধ করে হঠাৎই মিম বানাতে শুরু করেন তিনি। আসতে থাকে হাজার হাজার ভিউ। বাবা-মা, প্রেমিক-প্রেমিকার চরিত্রগুলি তাঁর কাছে কনটেন্টের বিষয় হয়ে ওঠে।
'হাসি-রাগ-অভিমান-ঝগড়া-আপোসে' যাঁরা বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে ভিডিওর মাধ্যমে আপনার কাছে অবধি পৌঁছে যান, তাঁদের আমরা পোশাকি নাম দিয়েছি ইউটিউবার। ফোনের স্ক্রিন স্ক্রোল করলেই মজাদার ভিডিও হোক বা গুরুগম্ভীর বিষয়, যে ইনফ্লুয়েন্সাররা এ বছর তাঁদের কনটেন্টের মাধ্যমে নেটিজেনদের মাতিয়ে রাখল তাঁদেরই পাঁচজনের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে দ্য ওয়াল।
প্রথমেই বলতে হবে তাঁর কথা,যিনি ভেবেছিলেন ডাক্তার হবেন। কিন্তু মায়ের কথায় সায়েন্স না নিয়ে কমার্স পড়েন। নিরঞ্জন মণ্ডল। সিএ প্রিপারেশন শুরু করতেই কোভিড এল, তখন থেকেই ভিডিও বানানো শুরু করেন তিনি। ফেসবুকের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জনকে এই নামে কেউই প্রায় চেনেন না। তিনি সকলের কাছে এখন লাফটারসেন বা বাবেশ।
নিরঞ্জন,প্রেরণা,শমীক,শামসিলদের থেকে কিছুটা অন্য ঢঙে চলেন 'রাইমস অ্যান্ড ঋষির' মহর্ষি। প্রেম,বিরহ যাবতীয় কবিতা, পাঠ উঠে আসে তাঁর ভিডিওতে। সে সব বেশিরভাগই নিজেই লেখেন তিনি। তাঁর ইচ্ছে করে শহর ঘুরে দেখতে। কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান একে ওপরের ভাবনা। তাঁর উপস্থাপনা নজর কাড়ে অনেকেরই।
সিলেট প্রতিদিন/এসডি.