Kapil Sharma:কপিল শর্মার শোতে রবীন্দ্রনাথের গান নিয়ে বিতর্ক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪ বিনোদন ডেস্কঃ নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘একলা চলো রে’ নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন বাংলার জনপ্রিয় কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাতের মতে, অনুষ্ঠানে কৃষ্ণ অভিষেক এই গানটির সঙ্গে এমনভাবে উপস্থাপনা করেছেন যে, তা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অসম্মানের পরিচয়। তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কপিল শর্মার শোতে কাজল ও কৃতি শ্যাননের উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো রে’ গানটি নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটিকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেছেন যে, কৃষ্ণ অভিষেক এই গানটির বিকৃতভাবে উপস্থাপন করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অসম্মান দেখিয়েছেন এবং তাঁর ব্যবহৃত ভাষা ও অঙ্গভঙ্গি সম্মানের সীমা ছাড়িয়ে গেছে। এই ঘটনায় কৃষ্ণ অভিষেক জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না। তিনি শুধু বিনোদনের জন্য এই উপস্থাপনা করেছেন। তবে শ্রীজাতের অভিযোগের পর তিনি এই বিষয়ে অনুষ্ঠানের সৃজনশীল দলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় কপিল শর্মা বা নেটফ্লিক্স থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি বক্তব্য আসেনি। শ্রীজাত এই ঘটনায় ক্ষমা চাওয়ার জন্য কপিল শর্মাকে সাত দিনের সময় দিয়েছেন। সময়ের মধ্যে যদি ক্ষমা না চাওয়া হয়, তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিনোদন বিষয়: