Mirzapur:’মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায় সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪ বিনোদনঃ দর্শকদের মনে দাগ কেটে যাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় আসছে। তিনটি সফল সিজনের পর, এই সিরিজটি এবার সিনেমা হিসেবে দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত। সিনেমাতেও দর্শকরা তাদের প্রিয় চরিত্রগুলোকে ফিরে পাবেন। পঙ্কজ ত্রিপাঠি কালিন ভাইয়া, আলি ফজল গুড্ডু এবং দিব্যেন্দু শর্মা মুন্না হিসেবে তাদের চরিত্রে ফিরছেন। সোমবার প্রকাশিত টিজারে এই তিন তারকার মুখ দেখে দর্শকরা উচ্ছ্বসিত। দ্বিতীয় সিজনের শেষে গুড্ডু কালিন ভাইয়ার ছেলে মুন্নাকে হত্যা করে। তৃতীয় সিজনে মুন্না না থাকলেও, বোনাস এপিসোডে সে ফিরে আসে। সিনেমাতেও মুন্না হিসেবে দিব্যেন্দু শর্মা ফিরছেন। ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে। মুক্তির সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। দেড় মিনিটের টিজারে পঙ্কজ ত্রিপাঠি মির্জাপুরের সিংহাসনে বসে বলেন, “সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে। সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ—সব মিলেই সিংহাসন।” আলি ফজল জবাবে বলেন, “খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।” মির্জাপুর সিনেমার পরিচালক থাকবেন গুরমিত সিং। প্রযোজক রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার এবং চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: