Alia Bhatt’s Face: চেহারা পরিবর্তনের গুজবে চটেছেন আলিয়া ভাট সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক তুমুল বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্যারিসে একটি ফ্যাশন শোয়ের জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন আলিয়া। তবে তার চেহারার পরিবর্তন নিয়ে নেটদুনিয়ায় নানা রকমের গুজব ছড়িয়ে পড়েছে। অনেকের দাবি, আলিয়া ভাট অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন। কেউ কেউ দাবি করছেন, তিনি নাকের অস্ত্রোপচার করিয়েছেন, আবার কেউবা দাবি করছেন, তিনি গালের অতিরিক্ত চর্বি কমিয়েছেন। এমনকি এমনও দাবি করা হচ্ছে যে, অস্ত্রোপচারের জটিলতায় তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন এবং তার মুখের একদিক বেঁকে গেছে। এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন আলিয়া। তিনি লিখেছেন, “যারা চেহারায় অস্ত্রোপচার করান, তাদের বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মতো একজন মানুষের চেহারা নিয়ে এভাবে মিথ্যাচার করা কেন? আমার মুখ নিয়ে এত নোংরা মন্তব্য করা কেন? এসব মিথ্যা তথ্য দিয়ে আপনারা কিভাবে অল্পবয়সীদের প্রভাবিত করছেন?” আলিয়া আরও বলেন, “আপনাদের এই মিথ্যাচারের কোনো প্রমাণ নেই। আপনারা শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য এসব করছেন।” আলিয়ার এই পোস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। একদিকে যেমন অনেকে আলিয়াকে সমর্থন করছেন, তেমনি অনেকেই এখনও এই বিষয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিনোদন বিষয়: