Prabhas New Movie:প্রভাসের নতুন ছবি ‘রাজা সাহেব’ এর মোশন পোস্টার প্রকাশ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪ বিনোদন ডেস্কঃ অত্যন্ত প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া মুভি ‘রাজা সাহেব’-এর উত্তেজনা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। ছবিটির নির্মাতারা সুপারস্টার প্রভাসের জন্মদিন উপলক্ষে একটি চমকপ্রদ মোশন পোস্টার প্রকাশ করেছেন। জন্মদিনের আগে এই পোস্টার অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। এই ছবিটির মধ্যে দিয়ে প্রভাসের হরর-কমেডি মুভির প্রথম অভিজ্ঞতা হতে চলেছে। দুই মিনিটের এই মোশন পোস্টারের শুরুতে একটি জঙ্গলের মাঝখানে একটি পিয়ানোতে বাজতে থাকা ভুতুড়ে “হ্যাপি বার্থডে” টিউন শোনা যায়। এরপর একটি রহস্যময় চরিত্রকে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর একটি বিশাল ভিনটেজ প্রাসাদে দেখা যায় প্রভাসকে একটি কালো পোশাকে সিংহাসনে বসে থাকা অবস্থায়। পোস্টারে এ বিষয়টি স্পষ্ট যে, প্রভাসকে মুভিতে একটি শক্তিশালী ক্যারেক্টার হিসেবে দেখানো হবে। মোশন পোস্টারের শেষের দিকে “হরর ইজ দ্য নিউ হিউমর” ট্যাগলাইন দেখানো হয়। প্রভাসের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্টারটি শেয়ার করতে দেখা গেছে। এবং সেখানে তিনি ১০ এপ্রিল, ২০২৫ এ সিনেমা হলে মুভিটি রিলিজ হওয়ার বিষয়টিও উল্লেখ করেন। ইতিমধ্যেই ইন্টারনেটে প্রভাসের অনুরাগীদের ব্যাপক উত্তেজনা দেখা দিচ্ছে। #RajaSaabBirthdayCelebrations হ্যাশট্যাগটি বর্তমানে ট্রেন্ডিং এ আছে। অ্যাকশন-প্যাকড ভূমিকায় তার শক্তিশালী চিত্রায়নের পর, ‘রাজা সাহেব’-মুভিতে প্রভাসের নতুন মাত্রা দেখা যাবে। মুভিটি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়লাম এই পাঁচটি ভাষায় রিলিজ হবে আগামী ১০ এপ্রিল, ২০২৫ এ। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিনোদন বিষয়: