‘শাবিপ্রবি’ শিক্ষার্থীদের সাফল্য:আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জে ৮টি পদক জয়” সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫ সত্যজিৎ দাস: ২০২৪ সালের আন্তর্জাতিক যুব গণিত চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। এ বছরের প্রতিযোগিতায় শাবিপ্রবি থেকে ২টি গোল্ড,৩টি সিলভার এবং ৩টি ব্রোঞ্জ অনারসহ একাধিক সম্মাননা লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা মোট ২৮ জন প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করে,এর মধ্যে ১৭ জন ফাইনালে উত্তীর্ণ হন। উল্লেখযোগ্যভাবে,২০১৮-১৯ সেশনের মেসকাত জাহান ঝুমু এবং ২০২১-২২ সেশনের আরাদ খান গোল্ড অনার অর্জন করেছেন। এছাড়া,২০২১-২২ সেশনের শারমিন জান্নাত মুন্নি,২০২২-২৩ সেশনের হুমায়রা বেগম জুঁই, কাজী তাসমিয়া বিনতে ইমাম এবং আরও অনেকে সিলভার ও ব্রোঞ্জ অনার অর্জন করে শাবিপ্রবির কৃতিত্ব বাড়িয়েছেন। গণিতের জনপ্রিয়করণে অসামান্য অবদানের জন্য ‘অ্যাম্বাসাডর এওয়ার্ড ফর এক্সিলেন্ট এনকারেজমেন্ট’ সম্মাননা অর্জন করেছেন শাবিপ্রবির শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ। এবছর ৫,২৮০ জন প্রতিযোগী এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করে, যার মধ্যে ১৩২০ জন ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়। শাবিপ্রবির এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান এবং শিক্ষার্থীদের মেধার প্রতিফলন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp শিক্ষাঙ্গন বিষয়: InternationalOlympiadSUSTSylhetSylhet Pratidin