Addmission: জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থাকছে না গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ ঢাকা প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা: বিশ্ববিদ্যালয়কে পাঁচটি ইউনিটে বিভক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ইউনিট বিভিন্ন অনুষদের জন্য নির্ধারিত থাকবে। এ ইউনিট: বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ বি ইউনিট: কলা ও আইন অনুষদ সি ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদ ডি ইউনিট: সামাজিক বিজ্ঞান অনুষদ ই ইউনিট: চারুকলা অনুষদ এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ১১ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সদস্য সচিব হিসেবে রেজিস্ট্রারকে নিযুক্ত করা হয়েছে। শিক্ষকদের দাবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে আসছিলেন। শিক্ষকদের এই দাবির পরিপ্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেজিস্ট্রারের বক্তব্য: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন জানিয়েছেন, গঠিত কমিটি খুব দ্রুতই ভর্তি পরীক্ষা নিয়ে কার্যক্রম শুরু করবে এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরিবর্তনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব শিক্ষাগত মান অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আরও বেশি নমনীয়তা আসবে বলে আশা করা হচ্ছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp শিক্ষাঙ্গন বিষয়: