হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি):
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রীষ্মকালীন মুগ ডাল ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল এবং স্থানীয় প্রেসক্লাবের সভাপতি,সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী,চলতি মৌসুমে ২,০০০-এর বেশি কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। পাশাপাশি,৩০০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
সিলেট প্রতিদিন/এসডি.