শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি):
হবিগঞ্জের মাধবপুর পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একটি ইফতার ও দোয়া মাহফিল, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্যে এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পরিচালিত হয়।
১৫ মার্চ শনিবার বিকেলে পৌর এলাকার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদলের আহ্বায়ক জনি পাঠান, ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, সহ আরও অনেক নেতা-কর্মী।
এ সময় সকল উপস্থিতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেট প্রতিদিন/এসডি.