হানিফ পারভেজ (বড়লেখা,মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের নিথর দেহ উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে।
নিহত দুই শিশুঃ-
১) জাহিদ আহমদ (৬),বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে।
২) শামীম আহমদ (৮),জাহিদের ভাগ্না,সে নানা বাড়িতে থেকে পড়াশোনা করত।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,'শনিবার সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়'।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান,"এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।"
তিনি শিশুদের নিরাপত্তায় বাড়তি সতর্কতার আহ্বান জানান এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের খেলাধুলার সময় নজরদারি বাড়ানো ও ঝুঁকিপূর্ণ জলাশয়গুলো ঘিরে রাখার পরামর্শ দিয়েছেন'।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান,"দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে,এতে পুকুরের পানি বেড়েছে। খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে তারা পানিতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।"
সিলেট প্রতিদিন/এসডি.