নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশে চলমান ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শাল্লা উপজেলার নিজগাঁও বাজারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মো. মাহাতাব উদ্দিন (আহ্বায়ক) শাল্লা উপজেলা কৃষক দল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও শামীম মিয়া।
সমাবেশে বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তারা সারের সংকট,ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ,সরকারি সহায়তা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার নিয়ে আলোচনা করেন।
নেতারা বলেন,'কৃষকের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন; উপজেলা বিএনপি নেতা নিত্যানন্দ দাস নিতাই,মাসুদ আল কাওসার,মাহবুব হোসেন শিশু (যুগ্ম আহ্বায়ক,শাল্লা উপজেলা যুবদল),আবু সাইদ সাগর (সাবেক ছাত্রদল আহ্বায়ক),তারেক হাসান (উপজেলা ছাত্রদল আহ্বায়ক) এবং রিদয় মিয়া (উপজেলা ছাত্রদল নেতা)।
এছাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কৃষক প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। তারা নিত্যপ্রয়োজনীয় কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি,ফসল সংরক্ষণের অপ্রতুল ব্যবস্থা এবং কৃষকদের সার্বিক দুর্দশার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবদুল গাফফার এবং গীতাপাঠ করেন বাদল চন্দ্র দাস।
বক্তারা জোর দিয়ে বলেন,'কৃষকরা দেশের চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কৃষি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তাই তৃণমূল পর্যায় থেকে কৃষকদের সংগঠিত করা এবং তাদের দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতারা'।
এই সমাবেশের মাধ্যমে কৃষকদের প্রতি ন্যায়বিচার,অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি আরও জোরালোভাবে উঠে আসে।
সিলেট প্রতিদিন/এসডি.