Load-Shedding: শুক্রবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে, আগামী শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিভিন্ন কারণে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয় ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ লাইন এবং ট্রান্সফরমার মেরামতের কাজের জন্য এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। এছাড়া, ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ীসহ আরও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজের কারণে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কাজ যত দ্রুত সম্ভব শেষ করে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করা হবে। এই বিঘ্নের জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: