কানাডায় কুলাউড়ার নাম্বার প্লেটের গাড়ি সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪ কানাডায় কুলাউড়ার নাম্বার প্লেটের গাড়ি মৌলভীবাজার প্রতিনিধিঃ কানাডার ব্যস্ততম রাস্তায় চলার সময় নিজের গাড়িতে কুলাউড়া লেখা নাম্বার প্লেট দেখে কুলাউড়াবাসী প্রবাসীদের মনে জেগে উঠেছে আলাদা এক ধরনের আবেগ। কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার আব্দুস শহিদ চৌধুরীর ছেলে সারোয়ার হোসেন চৌধুরী মুন্না প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে এই বিশেষ নাম্বার প্লেটটি তৈরি করেছেন। বিগত এক বছর ধরে কানাডায় বসবাস করলেও মুন্না কখনো তার মাতৃভূমি কুলাউড়াকে ভোলেননি। এই নাম্বার প্লেটের মাধ্যমে তিনি কানাডার মাটিতেও নিজের পরিচয় ধরে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তার এই উদ্যোগের জন্য অনেকেই তাকে প্রশংসা করেছেন। শুধুমাত্র কুলাউড়ার নাম কানাডায় ছড়িয়ে দেওয়ার ইচ্ছেতে তিনি নিজের গাড়ির নাম্বার প্লেটে ‘কুলাউড়া’ লেখা জুড়ে দিয়েছেন। এই বিশেষ নাম্বার প্লেটের জন্য তাকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে। এই বিষয়ে মুন্না নিজে বলেন, “কুলাউড়াকে কানাডায় সবার কাছে পরিচিত করতেই আমি এই উদ্যোগ নিয়েছি।” অন্য এক কানাডা প্রবাসী তানিম ইকবাল চৌধুরী বলেন, “মুন্নার এই উদ্যোগে আমরা সবাই গর্বিত। কানাডায় বসবাসরত সকল সিলেটী কমিউনিটি তার এই কাজে খুবই আনন্দিত। গাড়িতে নাম্বার প্লেট হিসেবে কুলাউড়া দেখে আমাদের মনে নিজ উপজেলার প্রতি আলাদা এক ধরনের আবেগ জাগে।” সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: