টাকা চেয়ে নির্যাতন: কৃষকদল নেতার বিরুদ্ধে মামলা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সাবেক কৃষকদল নেতা জীবন আহমেদ লিটনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ২৫ এপ্রিল রাতে বানিয়াচং থানায় এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করেছেন তারই আপন বড় বোন রোহেনা চৌধুরী। অভিযোগে রোহেনা জানান,তিনি ও তার ছোট বোন স্বর্ণা আক্তার তানিয়া স্বামীর বাড়িতে বসবাস করলেও পারিবারিক প্রয়োজনে মাঝে মাঝে পিত্রালয়ে যাওয়া হয়। সম্প্রতি পিত্রালয়ে গেলে জীবন আহমেদ লিটন তাদের কাছ থেকে ঘরের কাজের অজুহাতে ৩ হাজার টাকা দাবি করেন। রোহেনা ও তানিয়া জানান,তারা পুরো টাকা দিতে অসম্মতি জানিয়ে আংশিক অর্থ দেওয়ার প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটন ও তার স্ত্রী লিপি আক্তার লাঠি দিয়ে দুই বোনের ওপর হামলা চালান,যা তাদের শারীরিকভাবে আহত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: BaniyachangBNPCrimeHabiganjNews updatePolice CaseSylhet Pratidin