হবিগঞ্জে দাম্পত্য কলহে প্রাণ হারালেন গৃহবধূ,স্বামী পলাতক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৫ শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি): হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে আঙ্গুরা (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী নাজমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার হারিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঙ্গুরা মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়,স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। রোববার রাতে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়,যা একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়। ধারণা করা হচ্ছে,রাতের কোনো এক সময় আঙ্গুরাকে শ্বাসরোধে হত্যা করে নাজমুল পালিয়ে যান। নিহতের পরিবারের দাবি,দাম্পত্য অশান্তির জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দম্পতির পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে,যে এখন মায়ের মৃত্যু এবং বাবার পলায়নের পর অনিশ্চিত ভবিষ্যতের মুখে। মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযুক্ত নাজমুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয়রা এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: CrimeHabiganjMadhabpurSylhet PratidinWomen death