রাণীশংকৈলে দুর্ধর্ষ মোটরসাইকেল চোর রাজ্জাক আটক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (রাণীশংকৈল প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাককে জনতা আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় চুরি করা মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তিনি ধরা পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে,’রাজ্জাক ও তার এক সহযোগী সেদিন রাতে গাজিরহাট এলাকার মসজিদ থেকে তারাবির সময় একটি ডিসকভার ১২৫ সিসি ও বাংলাগড়ে একটি হরিবাসর অনুষ্ঠান থেকে পালসার মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন। কিন্তু জনতার সন্দেহ হলে ধাওয়া দিয়ে তাদের ধরে গণধোলাই দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়’। উল্লেখ্য,রাজ্জাক একসময় রাণীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সাধারণ মানুষ তাকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলেন,কিন্তু তিনি চুরি-ডাকাতি চালিয়ে যান। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে,যাতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে,আটক চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে তাদের পুরো চক্র খুঁজে বের করা হবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: News updateSylhet Pratidinঠাকুরগাঁওরাণীশংকৈল