বাণিজ্য মেলায় সাংবাদিকের ওপর হামলা;ঈগলু প্যাভিলিয়ন বন্ধ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

নিউজ ডেস্ক:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) ঈগলু আইসক্রিম স্টলের কর্মচারীরা প্রবেশ টিকিট ছাড়াই মেলায় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় ও ক্যামেরাপার্সন আহম্মেদ জুলহাসের ওপর হামলা চালানো হয়

প্রত্যক্ষদর্শীরা জানান,ঈগলুর ১৫-২০ জন কর্মচারী সাংবাদিকদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তাদের মোবাইল ও ক্যামেরা ভাঙচুর করে। জয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় পুলিশ ঈগলুর স্টোর সহকারী সাকিব হোসেন, মার্কেটিং ম্যানেজার মবিন হাসান ও ট্রেড সেলস ম্যানেজার বায়েজীদ হাসানকে আটক করেছে। পাশাপাশি,নিরাপত্তা পরিস্থিতির স্বার্থে ঈগলু আইসক্রিম প্যাভিলিয়ন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) সালাউদ্দিন জানান,পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে একদল ভুক্তভোগী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা নয়,‘মীমাংসার’ চাপ দিচ্ছে। যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয়ের ওপর হামলার ঘটনায় পুলিশের গ্রেফতার করা চারজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার ভিডিও দেখে শনাক্ত করার পর পুলিশ একজনকে আটক করতে গেলে এসআই সায়েম নিজেই হেনস্তার শিকার হন। পরে র‍্যাবের সহায়তায় তাকে আটক করা হয়। তবে পরে পুলিশ সন্দেহভাজনদের ছেড়ে দিয়ে ভুক্তভোগী সাংবাদিককে মীমাংসার প্রস্তাব দেয় এবং মামলা করলে পাল্টা মামলা করার হুমকিও দেয়।

 

সাংবাদিক জয় জানান,হামলার ফলে তার মাথার বাম পাশে রক্ত জমাট বেঁধে গেছে এবং সে অংশ পুরোপুরি অবশ হয়ে পড়েছে। তবুও তিনি ন্যায়বিচারের আশায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন,যদিও অভিযুক্ত পক্ষের ‘প্রভাবশালী’ অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে।

 

ভুক্তভোগী সাংবাদিক দেশের গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন;”তার কণ্ঠ রোধ করা হচ্ছে,নাকি গোটা গণমাধ্যমকেই চাপে রাখা হচ্ছে“?

সিলেট প্রতিদিন/এসডি.