টিলাগাঁওয়ে চোরাকারবারিদের ধরতে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য Satyajit Satyajit Das প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪ তিমির বণিক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের তিনজন সদস্য। সাথে আহত হয়েছেন স্থানীয় আরও তিন ব্যক্তি। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নিয়ে যায়। আহতরা হলেনঃ- অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস,কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। তবে আহত স্থানীয়দের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য। তিনি জানান,শনিবার ভোর রাতে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগীতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আর্জু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করা হয়। পরে হঠাৎ করে চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন,এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিলেট প্রতিদিন/এসডি. Satyajit Das Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: MoulvibazarNews updatePoliceSylhet Pratidinআহতকুলাউড়াচোরাকারবারিপুলিশ