পঞ্চগ্রাম মহাশ্মশান রাঁধা গোবিন্দ মন্দিরে চুরি সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪ logopit 1734590615301 নিউজ ডেস্ক: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া পঞ্চগ্রাম মহাশ্মশান রাঁধা গোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে মন্দিরের গেটের তালা ভেঙে পূজার প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায়,গভীর রাতে মন্দিরের গেটের তালা ভেঙে একটি বড় ঘণ্টা, থালা, ঘটি, শঙ্ক, আরতি, প্রদীপ, ঝান শিবকোষাসহ পূজার সামগ্রী এবং পানির মটর চুরি করে নিয়ে যায় চোরেরা। তবে মন্দিরের ভেতরে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট গোবিন্দ মূর্তি অক্ষত রয়েছে। তবে কে বা কারা চুরি করেছে সে বিষয়ে জানা যায়নি। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: Hindu TempleMaguraNews updateSylhet PratidinThieving