Muntaha Murder Case: নতুন তথ্য দিচ্ছে মুনতাহার হত্যাকারীরা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪ সিলেট প্রতিনিধিঃ সিলেটে আলোচিত শিশু মুনতাহা হত্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়াসহ চার আসামির ৫ দিনের রিমান্ড চলছে। গত সোমবার আদালত তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, রিমান্ডের সময় আসামিরা তদন্তকারী কর্মকর্তাকে বেশ কিছু নতুন তথ্য দিয়েছেন। তবে এই তথ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে, এই তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে এবং মামলার সঠিক তথ্য উঠে আসবে। সিলেটের কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজানের মেয়ে শামীমা বেগম মার্জিয়া, একই গ্রামের ইসলাম উদ্দিন এবং তার স্ত্রী নাজমা বেগম – এই চারজনকে মুনতাহা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। মুনতাহা হত্যা মামলার আসামিদের থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাঁচ দিনের রিমান্ডের মধ্যে আসামিরা তদন্তে সহায়ক কিছু তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এই তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। উল্লেখ্য, শিশুটির মরদেহ তার বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছিল এবং এই ঘটনায় প্রতিবেশী এক নারীকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: