স্বামীকে ‘নিহত’ দেখিয়ে মামলা, আসামি হাসিনাসহ ১৩০ জন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪ ঢাকা প্রতিনিধিঃ গত ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র আন্দোলনে নিহত হওয়ার অভিযোগে এক নারী তার স্বামীকে ‘নিহত’ দেখিয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন। ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়েছিল। কিন্তু চমকপ্রদ ঘটনা ঘটে যখন সোমবার ওই নারীর ‘নিহত’ স্বামী আল-আমিন (৩৪) সিলেটের দক্ষিণ সুরমা থানায় হাজির হন। আল-আমিন জানান, গত ১২ আগস্ট পর্যন্ত তিনি এবং তার স্ত্রী কুলসুম বেগম (২১) মৌলভীবাজারের বড়লেখায় ছিলেন। তিনি তার স্ত্রীর এই মিথ্যা মামলার বিষয়ে ক্ষুব্ধ এবং এর প্রতিকার চান। আল-আমিনের পরিবারের দাবি, ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দেশবাসী যখন ভালোবাসা দিয়েছে, তখন কারও প্ররোচনায় স্বামীকে মৃত দেখিয়ে এমন মামলা করা হয়েছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনাকে নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল-আমিন লালমনিরহাট সদরের নুরনবী মিয়ার ছেলে। তার বাবা দীর্ঘদিন ধরে সিলেট নগরের দক্ষিণ সুরমার পিরোজপুরে বসবাস করেন। অন্যদিকে, কুলসুম বেগম মানিকগঞ্জের ঘিওর থানার স্বল্পসিংজুরি বাংগালার আব্দুল খালেকের মেয়ে। আশুলিয়া থানা পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, কুলসুম বেগম হয়তো কারও প্ররোচনায় এই মামলা করেছেন। তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চেয়ে আসামির তালিকা থেকে নাম কাটানোর প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আল-আমিনের ভাইয়ের মতে, আল-আমিনকে খুঁজে বের করতে র্যাব-৯ এর সহায়তা নেওয়া হয়। র্যাব তার ভাই জাহাঙ্গীর আলমের কাছে যায়। জাহাঙ্গীর জানায়, র্যাব তাকে আল-আমিনের সন্ধানে সাহায্য করতে বলে। তাদের তথ্য দেওয়ার পর তারা আল-আমিনকে নিয়ে থানায় আসে। আল-আমিনের বক্তব্য, আল-আমিন নিজেও থানায় এসে বাদীর ছবি দেখে নিশ্চিত করে যে ওই নারীই তার স্ত্রী কুলসুম। তার বাবা নুরনবী মিয়াও ছবি দেখে কুলসুমকে চিনে ফেলেন। আল-আমিন জানায়, সে এবং কুলসুম গত ১২ আগস্ট পর্যন্ত মৌলভীবাজারের জুড়িতে ছিল। তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে কুলসুম তার বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। কয়েক দিন আগে সে জানতে পারে যে তার স্ত্রী তার নামে মিথ্যা মামলা করেছে। আল-আমিন আরও বলেন, কুলসুম তাকে মৃত দেখিয়ে অনেক মানুষকে হয়রানি করছে এবং তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। সে ভয় পায় যে, যখন সত্যি জানা যাবে তখন তার ওপর আরও চাপ পড়বে। তাই সে থানায় এসেছে এবং স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: