Dead-body Found: কুলাউড়ায় গরুর ফার্মে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ ছবিঃ লাশ সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একটি গরুর ফার্ম থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়ভাবে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে ভাটেরা ইউনিয়নের সাবেক শ্রম সচিব মিকাইল শিপারের মালিকানাধীন ওই ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার শকু (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি এটি হত্যা না আত্মহত্যা। তবে নিহতের পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। জানা যায়, নিহত বীরেন্দ্র মালাকার শকু দীর্ঘদিন ধরে মিকাইল শিপারের ফার্ম ও ফিসারির দেখাশোনা করে আসছিলেন। আজ সকালে ফার্মের ভেতরে তার লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শুকুর মালাকারের ভাই নান্টু মালাকার অভিযোগ করেছেন যে তার ভাইকে হত্যা করে ফার্মে এনে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, তার ভাই কুচক্রীমহলের শিকার হয়েছেন। স্থানীয় ওয়ার্ড সদস্য মো: মজিদ মিয়াও মনে করেন, শুকুরের লাশের অবস্থা দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই ঘটনার সত্যতা জানা যাবে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: