Murder Case: চকরিয়ায় মিছিলে কিশোর হত্যা, ১২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪ কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় মিছিলে কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ১১ বছর আগে মিজানুর রহমান নামে এক কিশোরকে হত্যার এই ঘটনায় তার বাবা শাহ আলম বাদী হয়ে গত শনিবার মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামিলীগের দলের সভাপতি জাফর আলমকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকেও আসামি করা হয়েছে। মামলায় আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া পৌর শহরে বিএনপি একটি মিছিল আয়োজন করে। এই মিছিলে যোগদানের সময় আওয়ামিলীগের সদস্যরা মিছিলের ওপর গুলি চালায়। এই গুলিতে মিজানুর রহমান নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। মামলার প্রধান আসামি জাফর আলমের রাইফেল থেকে ছোড়া গুলিতে মিজানুর মারা যান বলে অভিযোগ রয়েছে। মামলার বাদী শাহ আলম জানিয়েছেন, ঘটনার পর তিনি থানায় এজাহার দিতে গেলে পুলিশ তা নিতে অপারগতা প্রকাশ করে। আসামিরা তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, মিজানুর হত্যা মামলায় একটি এজাহার দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউজ ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: