সত্যজিৎ দাস:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন সততা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে শুক্রবার (২১ নভেম্বর,২০২৫) সন্ধ্যায় সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংস্থার চলমান শীতবস্ত্র বিতরণ ফান্ড সংগ্রহ কার্যক্রম,মানবিক সেবার বিস্তৃতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা অংশ নেন। তাঁরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও সুসংগঠিত উদ্যোগ গ্রহণ এবং সেবামূলক কার্যক্রমকে টেকসই ভিত্তিতে এগিয়ে নেওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ আজহারুল ইসলাম অনিক বলেন,
“মানবসেবা শুধুই সামাজিক দায়িত্ব নয়-এটি একটি নৈতিক অঙ্গীকার। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোকে আমাদের ইবাদত হিসেবেও বিবেচনা করতে হবে। প্রতিটি সদস্য আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন,সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা,ঐক্য ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখাই তাদের প্রধান অঙ্গীকার।
সভায় বক্তারা বলেন,ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগও যদি সঠিকভাবে পরিচালিত হয়,তবে তা অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচিকে আরও সম্প্রসারণের সিদ্ধান্তও গৃহীত হয়।
সংগঠনের সদস্য মোঃ ছায়েদ আলী বলেন,
“আমরা মানবতার সেবায় আগামী দিনে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবো,ইনশাআল্লাহ।”
সভায় উপস্থিত ছিলেন:
আজহারুল ইসলাম অনিক,মোঃ ছায়েদ আলী,শান্ত মৃধা,মোঃ রমজান আলী,ইয়াসিন আহমেদ,রাজু মিয়া, মাহাবুব হোসাইন,মোঃ রাফি,মোঃ রমজান মিয়া,মীর মাহিয়া মাহি,মোঃ আব্দুল মিয়া, করিমসহ সংস্থার অন্যান্য স্বেচ্ছাসেবী।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়,প্রতিষ্ঠালগ্ন থেকেই সততা সমাজ কল্যাণ সংস্থা মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও শক্তিশালী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
সিলেট প্রতিদিন/এসডি.