Road-accident: ইতালিতে দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের মিসপাউর রহমান নাঈম (২২) সংসারের ভার চালাতে ইতালি গিয়েছিলেন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই স্বপ্নের দেশে পৌঁছানোর মাত্র ৪ মাসের মাথায় ইতালির একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। গত মঙ্গলবার এই মর্মান্তিক খবর তার পরিবারকে বিধ্বস্ত করেছে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কের লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে এই ঘটনা ঘটে। নাঈম স্কুটারে করে কাজে যাওয়ার সময় ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে একটি গাড়ির ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় নাঈমসহ আরও একজন বাইসাইকেল আরোহী গুরুতর আঘাত পাওয়ার ফলে ঘটনাস্থলেই মারা যান মিসপাউর রহমান নাঈম (২২)। অন্য ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনা ঘটানো গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। নাঈমের চাচা মশিউর রহমান টিটু জানান, প্রায় চার মাস আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি গিয়েছিল নাঈম। দুর্ভাগ্যবশত, সেখানে একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে একমাত্র দাবি হলো, নাঈমের মরদেহ দেশে ফিরিয়ে আনা। নাঈম পরিবারের সবার ছোট ছিল এবং পরিবারের ভালোর জন্যই ইতালি গিয়েছিল। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp প্রচ্ছদ বিষয়: