Corruption Case: খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানি ৫নভেম্বর সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ নিউজ ডেস্ক: বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে পাঁচই নভেম্বর নির্ধারণ করেছে আদালত। ঢাকার একটি বিচারক আদালত এ আদেশ দিয়েছে। এর আগে ২০১৭ সালের ২৮শে মে এ মামলা বাতিলের জন্য খালেদা জিয়ার করা আপিল আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে চীনা কোম্পানির সাথে করা চুক্তির মধ্য দিয়ে দেড়শো কোটি টাকারও বেশি রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করা হয়েছিল। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলায় সে বছরই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। তখন বিএনপি নেত্রী মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। তবে ২০১৫ সালে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নেয়। এরপর মামলা বাতিল করার জন্য হাইকোর্টে করা আবেদন বাতিল হলে তার বিরুদ্ধে লিভ টু আপিল করেন বিএনপি চেয়ারপার্সন। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: