চুনারুঘাটে চা-শ্রমিকের *গ*লা* কাটা লাশ উদ্ধার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪ চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে এক চা শ্রমিকের গলা কাট লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,’গত রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা থেকে অভিজিৎ সাঁওতাল ওরফে সনিছড়া (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ’। সে উপজেলার কাঁপাই চা বাগানের মৃত দূর্জত ধন সাঁওতালের ছেলে। পুলিশ জানায়, তার মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোন এক বাসায় ঝীয়ের কাজ করে। সে দূর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) সকালে বাড়ীতে আসে। বিকেল বেলা বাজার করার জন্য তার বাবা অভিজিৎ সাঁওতালকে কিছু টাকা দেয়। সে টাকা নিয়ে দেউন্দী চা বাগানের বাজারে যায়। এরপর থেকে অভিজিৎ সাঁওতাল নিখোঁজ ছিল। ওইদিন রাতে অভিজিতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: