দীর্ঘ ১০ বছর পর নারী টি-২০ বিশ্বকাপে জয়ী বাঘিনীরা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪ স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নারী টি-২০ বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জয়ের দেখা পেল টিম বাঘিনীরা। বৃহস্পতিবার (৩রা অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশের নারী দল। জবাবে স্কটল্যান্ড ৭ উইকেটে ১০৩ রানেই অলআউট হয়ে যায়। অল্প পুঁজি নিয়ে লড়াইয়ের প্রত্যয় নিয়ে স্কটিশদের ইনিংসের তৃতীয় ওভারে ফাহিমার হাতে বল তুলে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লেগ ব্রেক বোলিংয়ে তৃতীয় বলেই পান উইকেটের দেখা। হরলি ব্যক্তিগত ৮ রানে ড্রেসিং রুমে ফেরেন। মারুফার শিকারে পরিণত হয়ে ক্যাথরিন ব্রাইস ১১ রানে সাজঘরের পথ ধরেন। রাবেয়া খানের করা নবম ওভারের প্রথম বলে ক্যাচ দিয়েও ক্রিজে থাকেন আইলসা লিস্টার। লং অনে বলের লাইনে গিয়েও তার ক্যাচ নিতে পারেননি স্বর্ণা আক্তার। দশম ওভারে বোলিং আক্রমণে এসে কাজের কাজটা করেন রিতু মনি। ১১ রান করা লিস্টারকে নিজের শিকার বানান এই ডানহাতি পেসার। সারাহ ব্রাইসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত ৫ রানে রান আউট হন প্রিয়নাজ চ্যাটার্জি। কভার পয়েন্টে থাকা মারুফার থ্রোয়ে বল নিয়ে বেইল তুলে ফেরেম নাহিদা আক্তার। হাস্যকর ভুলে সারাহ ব্রাইসকে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন নিগার সুলতানা জ্যোতি। লেগব্রেক বোলার রাবেয়া খানের বল খেলতে না পেরে মাটিতে পড়ে যান সারাহ। বল ধরতে না পারা জ্যোতি টা পরে তুলে স্টাম্পে লাগালেও ততক্ষণে ব্যাটার তার ব্যাট ক্রিজের দাগের ভেতর ঢুকিয়ে দেন। উইকেট পেতে বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। রিতু মনির করা ১৫তম ওভারে দুই রান করা ডার্সি কার্টার উড়িয়ে মারলে লং অনে দড়ির কাছাকাছি দারুণ এক ক্যাচ নেন ফাহিমা খাতুন। ঐ ওভারেই রাবেয়ার থ্রো সরাসরই উইকেটে না লাগায় রান আউট থেকে রক্ষা পান লরনা জ্যাক-ব্রাউন। শেষ চার ওভারে স্কটল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৪২ রানে, হাতে ছিল ৫ উইকেট। ওপেনার সারাহ ব্রাইস টিকে থাকায় টাইগ্রেসদের মধ্যে ছিল খানিক চিন্তা। ১৭তম ওভারে রিতু মনি নিয়ন্ত্রিত বোলিংয়ে খরচ করেন মাত্র মাত্র ৪ রান। সমীকরণ দাঁড়ায় ১৮ বলে ৩৮ রান। রাবেয়া বোলিং আক্রমণে এসে ৯ রান করা জ্যাক- ব্রাউনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন,ব্যয় করেন ৭ রান। নাহিদার ১৯তম ওভারের দ্বিতীয় বলে সারাহর ক্যাচ নিতে পারেননি রাবেয়া। দুই বল পর অবশ্য ক্যাথরিন ফ্রেজারের ক্যাচ নিতে সক্ষম হন রাবেয়া। একইসঙ্গে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে শততম উইকেট শিকার নাহিদা। শেষ ৬ বলে স্কটিশদের জয়ের জন্য দরকার ছিল ২৬ রান। বোলিং আক্রমণে আসেন মারুফা। তার ওভারে স্কটল্যান্ড কেবল ৯ রান তুলতে পারে। ক্যাচ উঠিয়ে জীবন পাওয়া ওপেনার সারাহ ৫২ বলে এক চারে ৪৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে চার ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট পান ম্যাচসেরা রিতু মনি। একটি করে উইকেট নেন মারুফা, রাবেয়া, নাহিদা ও ফাহিমা। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp খেলাধুলা বিষয়: