নতুন বাংলাদেশের আগামীর গর্ব ‘হামজা’ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪ স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের আগামীর গর্ব হামজা এমনই সুন্দর উপমা ব্যবহার করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা আজ ২৭ বছর পূর্ণ করেছেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। নীল জার্সি পরা হামজাকে নিয়ে ক্যাপশনে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে ফিফা। গত মঙ্গলবার (১লা অক্টোবর) দুপুরের দিকে হামজাকে নিয়ে পোস্ট করেছে ফিফা। এক ঘণ্টাতে সেই পোস্টে সরাসরি প্রতিক্রিয়া পড়েছে ৬৮ হাজারের বেশি। মন্তব্য করেছেন ৫ হাজারের বেশি ভক্ত। মন্তব্যের ঘরে বেশির ভাগই বাংলাদেশি ভক্ত- সমর্থক। অনেকেই হামজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ একজন লিখেছেন, ‘আশা করি হামজা বাংলাদেশের হয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের মতো ফুটবল দুনিয়ায় বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবে।’ বাংলাদেশের জার্সি পরে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ফিফার অনুমোদন পেলেই তিনি গায়ে চড়াতে পারবেন লাল-সবুজ জার্সি। লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। হামজার ছাড়পত্র তারা (এফএ) ফিফার কাছে পাঠিয়েছে বলে জানা গেছে। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp খেলাধুলা বিষয়: