নিউজ ডেস্ক:
সাইবার বুলিংয়ের অভিযোগে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন তিনি।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান,সারজিস আলম তার বিরুদ্ধে ফেসবুকে বানোয়াট তথ্য এবং আপত্তিকর পোস্টের অভিযোগে মামলা করেছেন। মামলায় দুটি পেজের লিংক ও কিছু ছবি জমা দেওয়া হয়েছে,যা যাচাই-বাছাই করে দেখা হবে।
মামলার এজাহারে সারজিস উল্লেখ করেন,"ডিপার্টমেন্ট অব বাকশাল,ইউনিভার্সিটি অব ঢাকা" এবং "ক্রিমিনালস ডিইউ" নামে দুটি পেজ থেকে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য এবং এডিটেড স্ক্রিনশট পোস্ট করা হয়। এ পোস্টগুলোতে তার অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের চ্যাটের মিথ্যা স্ক্রিনশট শেয়ার করে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন,এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট তার ব্যক্তিত্ব, চরিত্র ও সামাজিক মর্যাদায় অপূরণীয় ক্ষতি করেছে। এসব কর্মকাণ্ড তাকে চরম মানসিক চাপে ফেলেছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে।
পুলিশ জানিয়েছে,মামলাটি সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করবে এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজের কার্যক্রম যাচাই করবে।
সিলেট প্রতিদিন/এসডি.