চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যা মামলার দু’জন আসামী গ্রেফতার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম ০২ জন পলাতক আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। র্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল সোমবার (৩০ ডিসেম্বর) জানান,’ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল গত ২৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক দুপুর ০২:৩০ মিনিটের সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে। (হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মামলা নং-২৩, তারিখ-২৯/১২/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে হত্যার সাথে জড়িত অন্যতম ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হল:- ১। জহুর আলী (৫০),পিতা-মৃত সুন্দর আলী,সাং-মুছিকান্দি। ২। শাহিন মিয়া (৩২),পিতা-মৃত রবি মিয়া,সাং-আমতলা,উভয় থানা-চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও,উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিবরণ থেকে জানা যায় যে,’দীর্ঘদিন ধরে মফিল মিয়ার সঙ্গে একই গ্রামের শান্ত মিয়াসহ তাঁর লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার আনুমানিক রাত ০৯:৩০ মিনিটের দিকে বাজার থেকে ফিরার পথে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উক্ত ঘটনার প্রেক্ষিতে তার ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন‘। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: HabiganjRab9SylhetSylhet Pratidinআইন আদালতচুনারুঘাটহবিগঞ্জ