ঈদ হোক ভ্রাতৃত্ব ও মানবিকতার উৎসব সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫ ওমায়ের আহমেদ শাওন (প্রীতি কবি ও গণমাধ্যম বিশ্লেষক): পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে আবারও হাজির হয়েছে আনন্দ,ক্ষমাশীলতা ও আত্মশুদ্ধির এক মহান বার্তা নিয়ে। এই উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম এবং মানবপ্রেমী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজান মাস ছিল আত্মশুদ্ধির,আত্মনিয়ন্ত্রণের ও আল্লাহর সান্নিধ্য লাভের এক মহা প্রশিক্ষণকাল। আমরা যদি হৃদয়ের গভীর থেকে আত্মসমালোচনার মাধ্যমে হিংসা,লোভ,অহংকার, কৃপণতা এবং বিভেদের মতো অমানবিক প্রবৃত্তিগুলোকে দূর করে থাকি,তবে এই রমজানই হতে পারে আমাদের জীবনের মোড় ঘোরানোর সবচেয়ে বড় উপলক্ষ। আসলে,এই একটি মাস আমাদের শেখায় কীভাবে আল্লাহর ভয় (তাকওয়া) অন্তরে ধারণ করে সামগ্রিক জীবনে ভারসাম্য, ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা যায়। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক,সামাজিক এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও আল্লাহর বিধান মেনে চলার অনুশীলন হয় এই পবিত্র রমজানে। সেই ধারাবাহিকতায় ঈদ আসে আনন্দের প্রতীক হয়ে; ধনী-গরিব,সফল-অসফল,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বাঁধনে আবদ্ধ করে। আজ,পবিত্র ঈদের এই পুণ্যঘন দিনে আমি সবাইকে আহ্বান জানাই- আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি মানবিক,সাম্যের ও সহনশীল বাংলাদেশের ভিত্তি নির্মাণে এক হয়ে কাজ করি। সত্যিকারের ঈদ তখনই পূর্ণতা পায়,যখন তা কেবল আনুষ্ঠানিকতা নয়,বরং মানুষের প্রতি ভালোবাসা,ক্ষমাশীলতা ও মমত্ববোধের প্রতিফলন হয়ে উঠে। আমি দেশবাসীর জন্য কামনা করি সুস্বাস্থ্য,নিরাপদ জীবন, পারিবারিক শান্তি ও সার্বিক সমৃদ্ধি। পরিশেষে,আমি “সিলেট প্রতিদিন” গণমাধ্যমের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,যারা মানুষের সত্য কথা এবং ইতিবাচক বার্তা সমাজে তুলে ধরতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp কলাম বিষয়: Eid-2025Open ColumnRamadanSpecialSylhet Pratidin