বাপ্পি দেব (শ্রীমঙ্গল):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ সেমিনারে অংশ নেন স্থানীয় প্রশাসন, সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সমাজসেবা অধিদফতরের মৌলভীবাজার শাখার উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী সঞ্চালনা করেন।
সেমিনারে কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পের কার্যকারিতা, বাস্তবায়নে সুষ্ঠু বণ্টন এবং নতুন নির্দেশনা বাস্তবায়নে যে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা প্রস্তাব দেন প্রকৃত সুবিধাভোগীদের মাঝে ভাতাগুলো নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
এছাড়া,সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে স্থানীয় স্তরে কার্যকর সমাধানের পথ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রসার ও শক্তিশালী করার মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষের জীবনে স্থায়ী উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন সেমিনার সংশ্লিষ্টরা।
সিলেট প্রতিদিন/এসডি.