মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি):
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি পৌর শহরের হাসিনা মার্কেটস্থ “জগন্নাথপুর সাংবাদিক ফোরাম”-এর কার্যালয় পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে সুজাতুর রেজা বলেন,“গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের সততা ও সাহসিকতার মাধ্যমে দেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা রাখছেন।” তিনি প্রবাস থেকে দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন;—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য আবু লেইছ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, সদস্য জামিল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল এবং ফোরামের সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, অর্থ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য ফারুক আহমেদ, মঈন উদ্দিন প্রমুখ।
এছাড়া সভায় পৌর, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ধরনের কার্যক্রম সাংবাদিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সিলেট প্রতিদিন/এসডি.