রাজাপুর সেতু রক্ষায় তিন ইউনিয়নের এক দাবিতে গর্জন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ সত্যজিৎ দাস: মৌলভীবাজার জেলার কুলাউড়ার রাজাপুর সেতু রক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন দাবিতে একত্রিত হয়েছে তিন ইউনিয়নের মানুষ। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে হাজীপুর,শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নের উদ্যোগে সেতু এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন;সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান। তিনি রাজাপুর সড়ক সেতুর সংলগ্ন এলাকা থেকে বালুমহল ইজারা স্থায়ীভাবে বন্ধের দাবি,সেতুর অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর-ধলিয়া বেড়িবাঁধ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার দাবি জানান। আয়োজক কমিটির সভাপতি আমির আলীর সভাপতিত্বে এবং ফয়জুল হক ও সৈয়দ আতাউর রহমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন;পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, আকদ্দছ আলী মাস্টার, হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল ও মোস্তাফিজুর রহমান রুমেন, সাবেক ইউপি সদস্য আব্বাস আলী, সহকারী অধ্যাপক গিলমান আলী, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, হাজীপুর টাইমস সম্পাদক মাহদী হাসান কামাল, মাওলানা আসলাম রহমানী, এম নজরুল ইসলাম চৌধুরী, জুবেল, আনসার আলী প্রমুখ। বক্তারা সেতুর সংযোগ সড়ক দ্রুত স্থাপনের পাশাপাশি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করার জোর দাবি জানান। তারা স্পষ্ট করে বলেন,দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই মানববন্ধন কুলাউড়ার তিন ইউনিয়নের জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের শক্তিশালী বার্তা বহন করছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত তাদের দাবির বাস্তবায়নে পদক্ষেপ নেয়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: HazipurKulauraMoulvibazarNews updateSylhet Pratidinরাজাপুর সেতু