আমতলীতে রাতের আগুনে ৭ দোকান ছাই,ক্ষতি ৬০ লাখ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

মাইনুল ইসলাম রাজু (আমতলী প্রতিনিধি)

বরগুনার আমতলী উপজেলার মাইঠা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিলন গাজীর মুদি ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

 

আগুনে যে দোকানগুলো পুড়ে গেছে সেগুলোর মধ্যে রয়েছে—মান্নাফ খন্দকারের ক্লাব ঘর,ফেরদাউস খন্দকার ও মিলন গাজীর মুদি দোকান, জব্বার খন্দকার ও খাদিজা বেগমের চায়ের দোকান, রুহুল আমিন খন্দকারের ইলেকট্রিক সামগ্রীর দোকান এবং ফারুক মোল্লার খাবারের হোটেল। এছাড়া নাজমুল আহসান মিঠুর সার ও ওষুধের দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন,অগ্নিকাণ্ডে মোট প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান মালিক মিলন গাজী বলেন,”আমার দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।”

 

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পরদিন সকালে আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা এবং দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ইউএনও আশরাফুল আলম জানান,“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শুরু হয়েছে।”

সিলেট প্রতিদিন/এসডি.